বর্তমানে বিশ্বের ৯ কোটির বেশি মানুষ তাদের পণ্যের কেনাবেচার জন্য ফেসবুক পেজ ব্যবহার করছেন । আপনার ফেসবুক পেজটি যদি আকর্ষণীয় না হয় তাহলে যতই অ্যাড দিন কাস্টমার আপনার থেকে কিনতে উৎসাহিত হবে না। ইনিশিয়াল লেভেলে খুব বড় ইনভেস্টমেন্ট করা ঠিক নয়। প্রথম দিকে সোশ্যাল মিডিয়া এবং পরিচিত যারা আছেন তাদের মাধ্যমে যতটুকু পারা যায় পাবলিসিটি করা উচিৎ। এতে করে পেইজে অরগানিক লাইক এবং রিচ বাড়ে। তাই যতটুকু সম্ভব নিজের পেইজটি মার্জিত করে তুলে ধরতে হবে।
কেমন হওয়া চাই আপনার ফেসবুক বিজনেস পেজটি?
কভার ফটো যে কোন বিজনেস পেইজের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিজের উদ্যোগের সাথে মিল রেখে কভার ফটো নির্বাচন করা উচিৎ যাতে করে কেই আপনার পেইজে আসলে যেন মোটামুটি একটা ধরনা নিতে পারে। এবং অবশ্যই চেষ্টা করবেন নিজের কাজের কিছু দিয়ে কভার ফটো তৈরি করার জন্য। এতে করে আপনার পেইজ টি অথেনটিক ভাবে অন্যের সামনে খুব সহজেই উপস্থাপন হবে। আজকাল তো অনলাইন শপের অভাব নেই কিন্ত সবাই কে তো আর ট্রাষ্ট করা যায় না।
প্রোফাইল পিকচারঃ
পেইজের প্রোফাইল পিকচার আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় । অনেক সময় দেখি নিজেদের পিক দিয়ে অনেকে শপেই প্রোফাইল পিক দিয়ে রাখেন এবং অনেকেই গুগোল থেকে একটা ডলের ছবি বাঃ অন্য কিছু দিয়ে রাখে যেটা কিনা আপনার উদ্যোগের সাথে অপ্রাসঙ্গিক । এটা করা যাবে না । প্রোফাইল পিকচার দিতে হবে আপনার কাজ নিয়ে কিছু প্রকাশ পায় এমন কিছু । সবচেয়ে ভালো হয় যদি নিজের একটা লোগো প্রোফাইলে দিয়ে রাখতে পারেন। খুবই মার্জিত এবং স্ট্যান্ডার্ড হবে।
৪০০ পিক্সেল X ১৫০ পিক্সেল ফেসবুক পেজের লোগোর জন্য আদর্শ মাপ।
পিন পোস্টঃ
পিন পোস্ট হচ্ছে কোন কিছু যখন আপনি পেইজে হাই লাইট করতে চান তখন শুরুতেই পোস্ট টা পিন করে সাত দিনের জন্য আপনার টাইমলাইনে শীর্ষে রাখতে হবে। কাস্টমারদের সামনে দৃশ্যমান রাখতে চান এমন পোস্ট পেজে পিন করে রাখতে পারেন। যখন কেউ পেইজে আসবে শুরুতেই এই পোস্ট চোখে পরবে। এটা খুবই কার্যকারী ।
এবাউটঃ
আপনি হয়তো নিজেও জানেন না অনেকেই আছেন যারা আপনার পেইজে এসে এবাউট চেক করে । এই এবাউট হচ্ছে আপনি যা নিজে কাজ করছেন তার একটা ছোট সামারি । এখানে নিজের কাজ নিয়ে সুন্দর করে কিছু লিখতে পারেন।
About বিভাগে Milestones নামে একটি Option আছে এটি খুবই পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
মাইলস্টোন প্রকাশ করে আপনার ব্যবসায়িক গুরুত্বপূর্ণ অর্জন, বার্ষিকী এবং যেসকল পুরষ্কার পেয়েছেন কাস্টমারদের আপনার ব্যবসার যা যা এচিভমেন্ট আছে গল্পটি বলুন এবং শেয়ার করুন।
সেন্ড ম্যাসেজঃ
আপনি যদি কাস্টমারদের জিজ্ঞাসার উত্তর সুবিধামত সময়ে দিতে চান তাহলে এই বাটনটি চুজ করতে পারেন । আপনার সুবিধামত সময়ে পেজের ইনবক্স ওপেন করে একে একে সবার উত্তর করতে পারবেন। যদি পণ্য বা সেবার জন্য প্রি অর্ডার নিতে চাই তখন এই অপশন টি দারুন কার্যকারী অপশন হিসেবে কাজে দিবে।
পেইজ লাইকঃ
অনেক সময় আমরা পেইজ খুলেই পাগল হয়ে যায় বুস্ট করার জন্য ।এটা অনেক বড় ভুল । পেইজ খুলার সাথে সাথে কখনো বুস্ট করা ঠিক না । লাইকের জন্য অনেকেই বুস্ট করেন কিন্ত পেইজে শত শত লাইক দিয়ে কি হবে যদি ভালো রিচ না হয় এবং সেল না হয়। তাই পেইজে পেইড লাইক থেকে অরগানিক লাইক এবং রিচ বাড়ানোর চেষ্টা করতে হবে। এতে করে রিচ যেমন বাড়বে তেমন সেল ও হবে। পেইজে লাইকের পিছনে না ছুটে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য চেষ্টা করুন এবং প্রোডাক্টের কোয়ালিটি পিছনে সময় দিন তাহলে লাইকের পিছনে আর ছুটটে হবে মানুষ নিজেই আপনার পেইজ খুজে নিবে।
কল টু একশনঃ
কল টু একশন বাটন আপনার পণ্য ও সেবার কথা মাথায় রেখে ঠিক করা উচিত।
SHOP NOW – ফ্যাশান, ক্লথিং বা কসমেটিকস ব্র্যান্ডের জন্য।
BOOK NOW – সেবা প্রদানকারী হলে শিডিউল appointment বা কোন ইভেন্ট রেজিস্ট্রেশন এর জন্য এই বাটন রাখতে পারেন।
CONTACT US – বাটন ব্যাবহার করে কাস্টমারদের আপনার ফোন নম্বর বা ওয়েবসাইট এর লিংক দিতে পারেন।
Comments (0)